সুন্দরবনের অদূরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সরকার ইউনেস্কোর দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
রাজনৈতিক বিবেচনা থেকে নেয়া সিদ্ধান্তের কারণে সমস্ত বৈজ্ঞানিক তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করার প্রস্তাব দেয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল অভিযোগ করে বলেন, সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র কেন স্থাপন করা যাবে না সে বিষয়ে সমস্ত তথ্য উপাত্ত সরকারের কাছে দিয়ে আলোচনার কথা বললেও তারা বিষয়টিকে কোনো গুরত্বই দিচ্ছে না।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর দেয়া স্বীকৃতি নিয়ে সরকার উচ্ছ্বাস প্রকাশ করলেও এ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর আশংকায় তারা কর্ণপাত করছে না বরং তাদের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে বলেও জানান সুলতানা কামাল।
এ সময় প্রকল্পের কাজ বন্ধ করাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তিনি।