সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ওমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনিকে আটকের বিষয়ে কোনো খবর জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, এ ধরনের কোনো খবর আমরা জানি না। আমরা জানি যে এ ধরনের কোনো সংসদ সদস্য সেখানে বেড়াতে গেছেন।
কোনো ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে। সরকারিভাবে আমরা কাউকে পাঠাইনি। এগুলো আমরা জানি না।
বুধবার (২ আগস্ট) বাংলাদেশের গণমাধ্যমে খবর হয়, মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউস মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি।
কিন্তু সেখানে রাজনৈতিক সমাবেশের অনুমতি ছিল না। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে এ বিষয়ে মাসকটে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আটকের তথ্য সঠিক নয়।
জেবি