সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যত ধরনের অশান্তির মূল কারণ হচ্ছে হিংসা-বিদ্বেষ। তিনি বলেন, প্রত্যেক মানুষকে সম্মান করতে পারলে স্থায়ী শান্তি অর্জন সম্ভব।
বুধবার (২ আগস্ট) সকালে সবুজবাগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা জাতিসংঘের কার্যক্রমে শান্তির জন্য ভূমিকা রাখছি। শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে জাতিসংঘে একটি নতুন দিকদর্শন দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ কমাতে হবে। সেটি কমানো গেলে পৃথিবীতে একটা চিরস্থায়ী শান্তির পরিবেশ তৈরি করতে পারব। প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিশ্বের ১৯৩ দেশ গ্রহণ করেছে।
আব্দুল মোমেন বলেন, আমরা যদি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রাখি তাহলে পৃথিবীতে টেকসই শান্তি অর্জন করতে পারব। শুধু সরকারের পক্ষে সেটি সম্ভব নয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সামাজিক জীবনে এখনও সংকীর্ণতা রয়ে গেছে। সে জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি।
আরএ