সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সার্ভারে ত্রুটির কারণে সোমবার রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমসের (আরটিজিএস) মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন বন্ধ ছিল।
তবে আজ মঙ্গলবার (১ আগস্ট) প্রথমার্ধে ম্যানুয়াল পদ্ধতিতে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে ব্যাংকগুলোকে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্ভারে ত্রুটির কারণে সোমবার (৩১ জুলাই) এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লেনদেনের সমস্ত আদেশ বাতিল করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সারোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আরটিজিএস সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। মেরামতের চেষ্টা চলছে। আশা করছি, মঙ্গলবার সমস্যার সমাধান হবে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানানো হয়েছে, মঙ্গলবার প্রথমার্ধ পর্যন্ত তারা যেন ম্যানুয়াল পদ্ধতিতে আন্তঃব্যাংক সম্পন্ন করে।
উল্লেখ্য, গত এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের (এনপিএসবি) সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।
আরএ