সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মৃত ব্যক্তির উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড পরিবারের কাছে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, মাঠপর্যায়ে অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং করার জন্য এবং মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড তার ওয়ারিশদের কাছে দেওয়ার নির্দেশনা নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে। ওই নির্দেশনা এরই মধ্যে মাঠপর্যায়ে দেওয়া হয়েছে। রি-বক্সিং করার জন্য যে বক্সের প্রয়োজন হবে, তার ব্যবস্থা আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পে পরিচালক গ্রহণ করবেন।
রি-বক্সিংয়ের কাজে জনবলসহ অন্য যেসব সহযোগিতার প্রয়োজন হবে, সে বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের মতামত বা পরামর্শ নির্বাচন কমিশন সচিবালয়কে জানাবেন। দ্রুততম সময়ের মধ্যে রি-বক্সিংয়ের কাজ শেষ করতেও বলা হয়েছে।
এই সময় মৃত ব্যক্তি এবং স্থানান্তরকৃত ভোটারের কার্ড আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে বলেও পরামর্শ দেন এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।
আরএ