দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী ২৭ মার্চ থেকে রেলপথের যাত্রায় মূল ভিড় শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, এই ভিড় চলবে গার্মেন্টস ছুটির দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত। এসময়ে যেন কেউ ট্রেনের ছাদে চড়তে না পারে সেজন্য স্টেশন এলাকায় ২৭ তারিখ থেকে কোনো মই ও টুল দেখতে পাবেন না।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে ঈদে ট্রেন ও যাত্রীর নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।
ফাহিমুল ইসলাম বলেন, বিনা টিকিটের যাত্রীদের ভ্রমণ থেকে বিরত রাখতে দেশের প্রধান প্রধান স্টেশনগুলোতে তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা স্টেশনের আশেপাশে বেশ কয়েকটি পকেট গেট রয়েছে, যেসব গেট দিয়ে মূলত বিনা টিকিটের যাত্রীরা সুযোগ নিয়ে থাকে। আমরা আমাদের তিন বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করেছি, সেই পকেট গেটগুলোতে তারা শক্তভাবে অবস্থান করে দায়িত্ব পালন করতে।
তিনি বলেন, আমাদের নির্দেশনা রয়েছে ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে না। আজকে এটা নিয়ে মিটিংয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। অতীতে এখানে মই নিয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা গেছে। টুল দিয়ে দেওয়াল পার হতে দেখা যাচ্ছে। আমরা বিশেষভাবে বলেছি, স্টেশন এলাকায় মই ও টুল যেন না থাকে। আমরা আশা করব আগামী ২৭ তারিখ থেকে স্টেশনে মই ও টুল দেখতে পাবেন না।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ প্রমুখ।
আরএ