দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রোজার আগেই বেক্সিমকো শিল্প পার্কের ২৭ হাজারের বেশি শ্রমিকের পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
উপদেষ্টা বলেন, বেক্সিমকো অ্যাপারেল প্রথমে লে-অফ, পরে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম যেটা বন্ধ করা হয়েছে, দেনা যতটুকু আছে সেগুলো এই মাসের মধ্যে শোধ করা হবে।
তিনি আরও বলেন, ‘অর্থ বিভাগ থেকে এই পাওনা পরিশোধ করা হবে নাকি শেয়ার বিক্রির মাধ্যমে হবে, তা আগামী ১৮ ফেব্রুয়ারি জানা যাবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্টরা যা কিছু করার শেষ করে আমাকে জানাবে মোট এত টাকা লাগবে এবং এত টাকা আছে।’ শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘তারা এখনও বেক্সিককোর শ্রমিক। আমি তো বলতে পারি না ১০০ জন এখানে যাও, ৫০০ জন ওখানে যাও। তবে তারা সবাই দক্ষ শ্রমিক। আমরা কোনোভাবেই এতগুলো লোককে বেকার থাকতে দিতে পারি না। এর একটা ব্যবস্থা হবে। চাকরি-বাকরি হারিয়ে বাড়ি পাঠানো এই সরকারের পলিসি না।’
এফএইচ/