দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা সংবাদ পরিবেশন করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম।
সম্প্রতি ভারতের সাপ্তাহিক পত্রিকা দ্য অর্গানাইজারের একটি সংবাদের পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফ্যাক্ট চেক।
প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফ্যাক্ট চেক বলছে, এই প্রচারণার লক্ষ্য হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অপদস্থ করা এবং শেখ হাসিনাকে তাদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে তার স্বৈরাচারী শাসন পুনরায় চালু করার পথ প্রশস্ত করা।
দ্য অর্গানাইজারের সর্বশেষ মিথ্যা অভিযোগ হলো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে সাক্ষাৎটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটি চ্যালেঞ্জ ছিল।
এতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তাদের দূতাবাস ভালো করেই জানে যে অধ্যাপক ইউনূস বিভিন্ন ধরনের মানুষের সাথে সাক্ষাৎ করেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ পর্যন্ত, এমনকি তাদের সাথেও যারা বাংলাদেশের সমালোচক।
এফএইচ/