সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মিয়ানমারে সংঘর্ষে লিপ্ত দুপক্ষকে কড়া হুঁশিয়ারি জানাল জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত দল প্রধান নিকোলাস কউমিজিয়ান। আরাকান আর্মির কাছে অভিযোগের বিষয়ে তথ্য চাইলে এখনো সাড়া মেলেনি বলেও জানান তিনি।
অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন।
রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকেই বিদেশী কূটনীতিকদের পদচারণায় ব্যস্ত পররাষ্ট্রমন্ত্রণালয়।
চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর মন্ত্রণালয়ে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজেন।
জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া।
এরপর প্রথমাবের মত নবনিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয়ে আসলেও কি নিয়ে বৈঠক হয়েছে তা জানাতে অসম্মতি জানান।
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত দল ও বৈঠক করতে আসেন এদিন।
বৈঠক শেষে দল প্রধান কড়া বার্তা দেন মিয়ানমারের সংঘর্ষে লিপ্ত দুপক্ষের উদ্যেশ্যে। মিয়ানমারের উপর নজর রাখার হুশিয়ারি দিয়ে তিনি জানান, এই গুরুতর অপরাধগুলোর প্রমাণ সংগ্রহ করছি এবং একদিন ন্যায়বিচার নিশ্চিত করব। অপরাধীরা তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য হবে।
এছাড়া তিনি বলেন, আরাকান আর্মির কাছে অভিযোগের বিষয়ে তথ্য চাইলে এখনো সাড়া মেলেনি।