সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিস উপ-পরিদর্শকরা (এসআই)। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সচিবালয়ের সামনে তারা এ ঘোষণা দেন। যথাযথ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।
এর আগে গত ৫ ও ৬ জানুয়ারি অবস্থান কর্মসূচি থেকে নিজেদের দাবি জানান তারা। তবে কোনো আশ্বাস না পেয়ে আজ বেলা সাড়ে ৩টায় অনশন শুরু করেন।
আমরণ অনশন ঘোষণাকারী আলমগীর হোসেন বলেন, আমরা আমাদের প্রধান উপদেষ্টা, আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন ও স্মারকলিপি দিয়েছি। যতগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, সেখানে আমরা লিগ্যাল প্রসিডিওর মেনটেইন করে স্মারকলিপি দিয়েছি। আজসহ বেশ কয়েকদিন শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। কিন্তু তারা কোনো ধরনের সিদ্ধান্ত আমাদের দেননি। তাই বাধ্য হয়ে আমরা এখন আমরণ অনশন ঘোষণা করেছি।
অনশন কর্মসূচিতে ৪০তম ব্যাচের দেড়শতাধিক অব্যাহতিপ্রাপ্ত (ক্যাডেট) সাব-ইন্সপেক্টর উপস্থিত আছেন।
এফএইচ/