সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়টির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শিগগিরই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘শুধু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ আছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’
পোস্টের কমেন্টে সাইদুর রহমান নামে একজন লিখেছেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে এবং শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এটি দেশের কর্মসংস্থান পরিস্থিতি উন্নত করতে সহায়ক হবে এবং বিপুলসংখ্যক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারে। এর মাধ্যমে জনগণের জন্য সেবা প্রদান আরও উন্নত হবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।’
এছাড়াও বেশ কয়েকজন নিয়োগ পরীক্ষা আরও অধিক স্বচ্ছ করার দাবি জানিয়েছেন।
অ