দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা ফেরাতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ব্রিটিশ ও বাংলাদেশ সরকারের অগ্রাধিকার থেকে শুরু করে প্রধান দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতি নিশ্চিত করতে যুক্তরাজ্যের ভূমিকার স্বীকৃতি দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান।
তিনি জোর দিয়ে বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জনগণের, বিশেষ করে দেশের তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বাংলাদেশ সরকারের সংস্কার উদ্যোগের জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন। আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এবং পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির উষ্ণ শুভেচ্ছা জানান।
তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং অভিবাসন, সামুদ্রিক সহযোগিতা এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের অগ্রাধিকারের ওপর জোর দেন।
উপদেষ্টা হোসেন রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের মধ্যেই এই সংকটের একমাত্র সমাধান রয়েছে। আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন।
পয়েন্ট-ভিত্তিক ইমিগ্রেশন সিস্টেমের বিষয়ে, পররাষ্ট্র উপদেষ্টা যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি বিদেশে বাংলাদেশের চুরি হওয়া সম্পদের অবৈধ প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সম্পদ পুনরুদ্ধারের বিষয়টি মোকাবেলায় আরও বেশি প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
তিনি যুক্তরাজ্যের সঙ্গে এই সম্পদগুলিকে খুঁজে বের করতে এবং বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য জোরদার সহযোগিতার আহ্বান জানান, যে বিষয়টি সরকারের এজেন্ডায় রয়েছে।
মিস ক্যাথরিন ওয়েস্ট এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে এবং দৃঢ় সহযোগিতা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন ব্রিটিশ মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
কে