সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এরমধ্যে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। দায়িত্ব নেওয়ার পর সোমবার (১১ নভেম্বর) প্রথম দিন অফিস করলেন তিনি।
সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে ফারুকী বলেন, অন্তর্বর্তী সরকার শিল্প-সংস্কৃতি চর্চায় বাধা হবে না। তবে যারা শিল্প চর্চা করছে তাদেরও সচেতন হতে হবে। কুরুচিপূর্ণ, জঘন্য তথ্য যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে সমস্যা হবে। বিপ্লবের চেতনা বুঝতে হবে।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে যা বলা হচ্ছে, এ বিষয়ে কিছু বলার নেই। ২০১৩ সালে আমাকে বলা হতো জামায়াত-শিবির। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তখন বলেছিলাম, এই চেতনা দিয়ে কী করব। সে সময় আমাকে শিবির বলা হয়েছিল। কেউ মনে করে জামায়াতি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ। কিন্তু আমি কারো লোক নই। আমি আমার। আমি কারও প্রতি চিরস্থায়ী বন্দোবস্ত দেইনি।
তিনি বলেন, আমার অবস্থান কী, আমি কী করেছি, গত ১৫ বছরের আমার ফেসবুক খুঁজলেই বোঝা যাবে। ফেসবুকের দুই, চারটি পোস্ট দেখেই এটি মূল্যায়ন করা যাবে না।’
ফারুকী আরও বললেন, ‘যেদিন থেকে শাহবাগে ফ্যাসিজম বিরোধীতার সূচনা হয়েছিল, সেদিনই এ নিয়ে লিখেছি। ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কিনা, তার পুরস্কার হিসেবে এখানে দায়িত্ব পালন করতে এসেছি কিনা, এসব বিষয় বড় নয়, আমার কাজ দিয়ে আমার অবস্থান বিবেচনা করতে হবে।’
এসময় নিজের কাজ সম্পর্কে ফারুকী বলেন, একা কোনো কিছু করা সম্ভব না। সবাইকে নিয়ে কাজ করব। এখানে বাজেট কম। তবে আমার টিম ভালো। নতুন বাংলাদেশের ন্যারেটিভ ফিল্ম ছাড়া পূরণ করা সম্ভব না। দৃশ্যমান পরিবর্তন কীভাবে সম্ভব এক বছর মেয়াদি পরিকল্পনা করব। এরপর প্রধান উপদেষ্টাকে জানাব। আশা করি সহযোগিতা দিবে।
ফারুকী আরো বলেন, গতকাল (রোববার) পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়ে ‘না’-তে ছিলাম। পরে এসে হ্যাঁ বললাম। কারণ, আমি দেশের জন্য কিছু করতে চাই। সবচেয়ে বড় কথা হলো, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে চাই। ব্যক্তিগত কাজের সূত্রে আগে থেকেই তার কাজের ধরনের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানান তিনি।ছাত্র-জনতার
গণঅভ্যূত্থানের আগে বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়েছেন ফারুকী অভিযোগ রয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের নতুন এই উপদেষ্টা বলেন, ‘এই অভিযোগ একেবারেই অবিশ্বাস্য।
এফএইচ