সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ১১ জন সংবাদকর্মী। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সংবাদকর্মীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে ১১ জনকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পেলেন যারা—
প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন, ডেইলি স্টারের আহসান হাবিব রাসেল এবং যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ফারহান ফেরদৌস ও জসিম উদ্দিন হারুন।
ইলেকট্রনিকস মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ডিবিসি নিউজের আদিত্য আরাফাত, দ্বিতীয় নিউজ টাইম বিডির মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় চ্যানেল ৭১ পারভেজ নাদির রেজা।
অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জাগো নিউজের ইয়াসির আরাফাত, দ্বিতীয় পুরস্কার পান ঢাকা পোস্টের আরাফাত জুবায়ের এবং তৃতীয় জাগো নিউজের তৌহিদুজ্জামান তন্ময়।
মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের আবু সালেহ রনি।
‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মহি উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- জুরিবোর্ডের প্রধান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এম শফিকুল করিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি মো. আব্দুস শহীদ, দেশ টিভির ডিজিটাল ইনচার্জ মো. মনিরুজ্জামান মনু, অ্যাওয়ার্ড উদযাপন কমিটির আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, ডিআরইউ’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম আজাদ, মুরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম, মনির হোসেন লিটন, মসিউর রহমান খান, মাইনুল হাসান সোহেল প্রমুখ।
আরএ