সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেও বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কে বড় কোনো পরিবর্তন হবে না বলে মনে করছেন অন্তর্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন উপদেষ্টা।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঢাকা-বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আগে থেকে কোনো কিছু স্পেকুলেট (অনুমান) করার প্রয়োজন নেই। আমরা আরও দুই মাস দেখি, সময় তো রয়েছে। তারপর ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন, এরপর উনি কী কী পদক্ষেপ নেন, সে অনুযায়ী…। উনি তো (ট্রাম্প) বলেননি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে অথবা খারাপ হবে, কিছুই বলেননি।’
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো কিন্তু এর পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটা বলা ঠিক হবে না, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে; আমি মোটেও মনে করি না এটা।
‘আমরা দেখি, তারপর যোগাযোগের চেষ্টা করব, তারপর দেখা যাবে।’—যোগ করেন তৌহিদ হোসেন।
এফএইচ