সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সারাদেশে পূজামন্ডপে ৩২ হাজার পূজামন্ডপে ২ লক্ষাধিক আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। তারা ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর হতে ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারি, আনসার ব্যাটালিয়ন সদস্য, আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চলমান পরিস্থিতির আলোকে সকল নিরাপত্তা সংস্থার মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পূজামন্ডপগুলোতে 'অধিক গুরুত্বপূর্ণ' গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসেবে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। 'অধিক গুরুত্বপূর্ণ' মন্ডপে ৮ জন এবং 'গুরত্বপূর্ণ' মন্ডপে ৬ জন ও 'সাধারণ' মন্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।
দুর্গাপূজায় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশে মোট ৩২,৬৬৬ টি পূজা মন্ডপে ২ লাখ ১২ হাজার ১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করবে। এ সব সদস্য ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬ দিন পূজামন্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
এরপরেও পূজার মূল অনুষ্ঠান শুরুর আগেই ৬ অক্টোবর থেকে ৭ অক্টোবর এই দুই দিন, বিশেষ বিবেচনায় 'অধিক পুরুত্বপূর্ণ' ও 'গুরুত্বপূর্ণ' মণ্ডপের মধ্য থেকে মোট ১৫ হাজার ৩২টি পূজামন্ডপে ৫৩ হাজার ১৪৮ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হবে।
এছাড়াও, সারাদেশে ৬৪ টি জেলায় যেকোন আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন আনসারদের মোট ১২টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রতিটি টিমে ৬ জন করে সদস্য থাকবে। এসব স্ট্রাইকিং ফোর্স টিম আগামী ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর মোট আটদিন নিয়মিত নিরাপত্তা টহলের মাধ্যমে সব পূজা মন্ডপে নিরাপত্তা সমন্বয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
আনসার ও ভিডিপি'র সদস্যরা তাদের দায়িত্ব পালনকালে জনগণের সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জরুরী সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করবে। প্রথমবারের মতো মোতায়েনকৃত সদস্যদের প্রাপ্য ভাতা পূজা শেষ হওয়ার সাথে সাথেই বিতরণ করা হবে, যা গুরুত্বপূর্ণ ডিউটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের আরো বেশী উৎসাহ ও মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে।
শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ অগ্রাধিকারের স্বার্থে বাহিনীর সনাতন ধর্মাবলম্বী ব্যতীত অন্যান্য সকল সদস্যদের ছুটি নিরুৎসাহিত করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা রক্ষায় জাতির এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে বদ্ধ পরিকর।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে।
তিনি, দেশের সকল নাগরিকদের এই সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সময়োচিত তথ্য প্রদানের মাধ্যমে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করার আহ্বান জানান।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সচিবালয়ের সামনে বিদ্রোহের ঘটনায় ১৩ হাজার ২৮০ জনকে প্রাথমিকভাবে ফ্রিজ রাখা হয়েছিল। পরবর্তীতে এদের মধ্যে ৪ হাজার ৬৬৯ জনকে সাধারণ ক্ষমা করা হয়েছে। ৮ হাজার ৬১১ জনকে বল্ক করে রাখা হয়েছে। ৪৪৭ জনকে আইনি প্রক্রিয়ায় ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।