সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মনে করেন, চাকরির আবেদনের ক্ষেত্রে বয়স নয়, যোগ্যতা বিবেচনা করা উচিত। তিনি বলেন, বয়সের মারপ্যাঁচ থেকে বেরিয়ে যোগ্যতার দিকে মনোযোগ দিতে হবে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ মহাসমাবেশ আয়োজন করে। আর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ মহাসমাবেশে সংহতি প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান উপদেষ্টা একজন যোগ্য মানুষ, উনি একটা অনন্য উদাহরণ। ফলে তিনি সবকিছু যোগ্যতার ভিত্তিতে চিন্তা করবেন। চাকরির আবেদনের ক্ষেত্রেও বয়সকে গুরুত্ব না দিয়ে যোগ্যতার দিকে বেশি গুরুত্ব দেবেন।
তিনি আরও বলেন, দেশ বদলে যাচ্ছে, আমরা কথা বলতে পারছি। এমন অবস্থায় নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না। এখন রাষ্ট্রযন্ত্র জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে না। পরিবর্তনের লড়াইয়ে সবাই শামিল থাকি।
‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ সমন্বয়ক মো. আরিফ বলেন, ‘আমাদের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য বা কবে নাগাদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, সেই বিষয়ে বক্তব্য চাই। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস একটি মহাসমাবেশ হবে।’
অ