সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা, হত্যার মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে দেশ ত্যাগ করে ভারতে সাময়িক আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এমপি রাজনৈতিক নেতাকর্মী দেশ ছেড়েছেন। অনেকে আবার নিরাপদ আশয়ে দেশে আত্মগোপনে আছেন।
এদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। জানা গেছে তিনি দেশ ছেড়ে যাননি। দেশেই নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। তবে তিনি বর্তমান পরিস্থিতিতে জনসম্মুখে আসছেন না, নিরাপদ স্থানে আছেন।
অন্যদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতিতে দেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
গত ৩ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।
এফএইচ
এছাড়া দেশ ছেড়ে পালানোর সময় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
এফএইচ