সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দায়িত্ব থেকে চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার চুক্তি বাতিলের কথা বলা হয়। তিনি দুই দফায় চুক্তিভিত্তিক মেয়াদেই দায়িত্ব পালন করছিলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আইজিপি হিসেবে নিয়োগের ঘোষণা দেয় সরকার। এরপর ৩০ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেন। চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় ২০২৩ সালের ১১ জানুয়ারি তিনি স্বাভাবিক অবসের যান। এরপর দুই দফায় তার চারকরির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ তাকে দেড় বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা থানার শ্রীহাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
আরএ