সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছয় ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হয়েছে। শুরু হয়েছে ফ্লাইট ওঠা নামা।
বিমান বন্দর সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলে জানিয়ে ছিল আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
সোমবার ৫ আগস্ট বিকেলে আইএসপিআর থেকে জানানো হয়, বিকেল সাড়ে ৫টা থেকে থেকে পরবর্তী ৬ ঘণ্টা বিমান উঠা-নামা বন্ধ থাকবে।
উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনব। আমাদের সহযোগিতা করুন।
জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন।
কে