সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আন্দোলনের মুখে বোন রেহেনাকে নিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা। ইতোমধ্যে দিল্লি পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী। ভারতীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, সোমবার (৫ আগস্ট) ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনার বহনকারী হেলিকপ্টার।
জানা গেছে ভারতের উত্তর প্রদেশের ওই বিমান ঘাঁটি দেশটির রাজধানী নয়াদিল্লির কাছে। শেখ হাসিনাকে এখন নয়াদিল্লিতে একটি সেফ হাউজে নেয়া হচ্ছে। সেখানেই তিনি কয়েকদিন অবস্থান করবেন বলে জানিয়েছে ভারত সরকারের একটি সূত্র।
এদিকে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিবিসিকে তিনি বলেছেন, এত কঠোর পরিশ্রমের পরও তার বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে। এ জন্য তিনি খুব হতাশাগ্রস্ত।
সোমবার পর্যন্ত শেখ হাসিনার উপদেষ্টা থাকা জয় আরও জানিয়েছেন তার মা শেখ হাসিনা রোববার (৪ আগস্ট) থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন। ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ।
জয় বলেন, সোমবার পর্যন্ত এ দেশটিকে এশিয়ার উদীয়মান অন্যতম এক টাইগার হিসেবে মনে করা হচ্ছিল। এ জন্য তিনি খুব হতাশ। তবে বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়। তিনি বলেছেন, রোববারও পিটিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফলে যখন লোকজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তখন পুলিশ কি করবে বলে আপনি মনে করেন?
এফএইচ