সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, উন্নয়ন অভিযাত্রার একটি অন্যতম অংশ হিসেবে আজ আমাদের অর্জনের খাতায় যুক্ত হলো নতুন মাইলফলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর সব স্বপ্ন আর উন্নয়ন দর্শন বাস্তবায়িত হচ্ছে। উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক ও গতিশীল নেতৃত্বে জাতির পিতার হাতে যাত্রা শুরু করা দেশের এভিয়েশন খাত উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়ে বাড়ছে দেশের আকাশ পথের সংযোগের পরিধি। শেখ হাসিনার দিকনির্দেশনা অনুসারে সারাদেশে বিমান পরিবহন অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন, সম্প্রসারণ, যাত্রীসেবা বৃদ্ধি, কারিগরি ও জনদক্ষতা উন্নয়ন এবং নিরাপদ ও সুষ্ঠু বিমান চলাচল নিশ্চিতে কাজ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল তারই প্রতিচ্ছবি। আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্পকে স্মার্ট এভিয়েশন শিল্পে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশে বিশ্বের অন্যতম এভিয়েশন হাবে পরিণত করা।
মাহবুব আলী বলেন, দেশের আকাশ পথে যাত্রী ও পণ্য পরিবহন চাহিদা এবং আন্তর্জাতিক মানের টার্মিনাল সুবিধা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এ নির্মান কাজের উদ্বোধন করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এ থার্ড টার্মিনালের নির্মান কাজ চালিয়ে নেওয়া এত সহজ ছিল না। নির্মাণ কাজ শুরুর পরই সারা পৃথিবীতে করোনা মহামারি আঘাত হানলেও থার্ড টার্মিনালের নির্মাণ কাজ এক দিনের জন্যও বন্ধ হয়নি।
আরএ