সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশে বেশকিছু দিন ধরে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ওয়েবসাইটের সার্ভারে কিছু জটিলতা দেখা দেয়। এর ফলে সাধারণ জনগণের বিড়ম্বনায় পড়তে হয়। তবে এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শুক্রবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ ব্যাপারে কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সার্ভার ডাউনের বিষয়টি আমি শুনেছি। ওয়ার্কিং আউয়ারে কাজ করতে অসুবিধা হয়। আপনারা কিছুদিন একটু কষ্ট করে রাতে কাজ করুন। অফ টাইমে কাজ করলে অসুবিধা হবে না।
তাজুল ইসলাম বলেন, সার্ভার সমস্যার অভিযোগ আমাদের কাছে আসছে। শিগগিরই সভা করে এ সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।
সকাল ১০টায় শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, নিবন্ধনের ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না। এর প্রমাণ আমি, আমার কাউন্সিলর ও সাধারণ মানুষ। এজন্য মানুষের গালি খেতে হচ্ছে আমাদের। যে পরিমাণ গালি খাচ্ছি এই ভার কেউ নিতে পারবে না।
ডিএনসিসি মেয়র বলেন, প্রতিদিন বহু মানুষ আমাদের কাছে তাদের ভোগান্তির কথা জানাচ্ছে। এখানে বললেন সার্ভার নাকি ঠিকঠাক কাজ করছে। যেটা সত্য সেটা বলতে হবে। গালি খেতে হচ্ছে আমাদের। পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢুকার চেষ্টা করলেও হচ্ছে না।
মেয়র আতিক বলেন, যেটির ওপরে সরকারের ইমেজ নির্ভর করছে সেখানে এমন অব্যবস্থাপনা কেন থাকবে।
আরএ