সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভালোভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা না করতে পারলে উন্নয়নের বদলে দেশ অনেকটা পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো এনামুর রহমান। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুটি দুর্বলতা প্রকাশ পেয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের কনফারেন্স হলে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, প্রথমটি হচ্ছে বজ্রপাত নিয়ন্ত্রণে আমরা এখনও কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারিনি। আর দ্বিতীয়টি হচ্ছে, ভূমিকম্প প্রতিরোধে আমরা স্ট্রাকচারাল বা অবকাঠামো তৈরি করতে পারিনি। তবে দুর্যোগ মোকাবিলায় সরকার কিন্তু বসে নেই।
তিনি বলেন, বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলার জন্য অত্যন্ত জোর দিচ্ছে। আজকে আমরা আমাদের অর্থনীতিকে যত শক্তিশালী করতে পারব, দুর্যোগে ক্ষয়ক্ষতি যত কমিয়ে আনতে পারব, আমাদের মূল্যবান মানব সম্পদের প্রাণহানি যত কমিয়ে আনতে পারব, জাতি হিসেবে আমরা তত বেশি শক্তিশালী হতে পারব। এর ফলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শক্তি তত বেশি সমৃদ্ধ হবে।
দুর্যোগ মোকাবিলায় বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি রোল মডেল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকা, ব্রিটিশ, ভারতসহ বিভিন্ন দেশ প্রশংসা করেছে। দুর্যোগ মোকাবিলার এই কাজগুলো আমরা সফলভাবে করতে পেরেছি প্রধানমন্ত্রী নেতৃত্বের ফলে।
প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বজ্রপাত সহনীয় রাষ্ট্র গড়ে তোলার জন্য আমরা কিছু প্রজেক্ট হাতে নিয়েছি। অনেক সভা সেমিনার করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো বজ্রপাতে আগাম সতর্কতা বার্তা দেওয়া হবে। যা বজ্রপাতের ৩০ থেকে ৪০ মিনিট আগে পূর্বাভাস দেবে। এবং পূর্বাভাসের পর যাতে নিরাপদ আশ্রয়ে যাওয়া যায় সে জন্য স্বল্প দূরত্বে বজ্রপাত সহনশীল শেল্টার তৈরি করব। বজ্রপাত প্রবণ জেলাগুলোয় এই পরিকল্পনা নেওয়া হবে।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে যা করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, শুধুমাত্র ভলান্টিয়ার তৈরি করে এবং ভূমিকম্পের পরবর্তী উদ্ধার কাজের যন্ত্রপাতি কেনিই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব নয়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর হার কমাতে হলে জাপানের মতো বাংলাদেশকেও ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রানা প্লাজা ধসের পর দেশের শতভাগ গার্মেন্টস সেক্টরকে ভূমিকম্প সহনশীল করতে রেট্রোফিটিং করা হয়েছে। বর্তমানে দেশের গার্মেন্টস সেক্টর শতভাগ ভূমিকম্প সহনশীল। এটা আমাদের দেশের জন্য একটা ভালো দিক।
আরএ