সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট- এর নাম পরিবর্তন হয়ে এর নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এ নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রনয়ণের দাবি জানাচ্ছি।
সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
জিএম কাদের বলেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। সাইবার নিরাপত্তা আইন যেন নিবর্তনমূলক না হয়। এই আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। আইনটি গণমাধ্যমের কণ্ঠরোধ করলে আমরা তা মেনে নেব না।
প্রসঙ্গত, আজ মন্ত্রিসভার বৈঠকে ‘সাইবার সিকিউরিটি আইন, ২০২৩’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।
জেডএ