সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বুয়েটের ৩১ জন শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহান সাদিক ওই ছাত্রদের জামিনের রায় দেন। এ সময় প্রত্যেকের কাছে ৫০০০ টাকা মুচলেকা নেওয়া হয়।
আদালত সূত জানায়, দুপুর ১২টার দিকে আদালতের বিচারকের সামনে জামিন আবেদন করেন ওই ছাত্রদের নিজ নিজ আইনজীবীরারা। এ সময় আদালত ছাত্রদের অভিভাবক ও আইনজীবীদের কথা সময় নিয়ে শুনেন। এরপর আদালত আসামিদের অভিভাবকের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে সন্তোষজনক জবাব পেয়ে জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত এ মামলার ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন।
এর আগে সোমবার (৩১ জুলাই) দুপুরে তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। বিকেলে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় তাহিরপুর উপজেলার ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টাঙ্গুয়ার হাওড়ের পাটলাই নদীর পাড়ে অবস্থান করা শহীদুলের ইঞ্জিনচালিত নৌকা থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা হাওড়ে বেড়ানোর উসিলায় গোপন বৈঠক ও সরকারবিরোধী ষড়যন্ত্র করতে এসেছিলেন। জননিরাপত্তা বিঘ্নিত ও মানুষের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্য ছিল তাদের।