সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে তারা মুখোমুখি অবস্থান করে একে অপরকে ইঙ্গিত করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা আখ্যায়িত তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন বিএনপিপন্থি আইনজীবীরা। অপরদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে, মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা সতর্ক অবস্থানে আছেন।
আরএ