সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের ১০০ বান্ডেল ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা (লিভ টু আপিল) আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রোববার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আজ হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন।
এর আগে ২০১৮ সালের ১১ নভেম্বর হাইকোর্ট এ মামলা চলবে বলে আদেশ দিলেও একই বছর মামলাটি প্রাথমিকভাবে স্থগিত করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আবারো ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা (লিভ টু আপিল) আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে বলে জানান আইনজীবীরা।
মামলার নথি থেকে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণের জন্য ২শ’ বান্ডেল টিন বরাদ্দ করা হয়। পরে ২০০৭ সালের ১৩ জুন বোরহানউদ্দিন উপজেলা টগবী ইউনিয়নের হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ৩টি টিনের ঘর থেকে ২০৪টি বড় ঢেউটিন এবং ১০৫টি ছোট ঢেউটিন উদ্ধার করা হয়।
২০০৯ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সিরাজুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন।
কে