দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁদাবাজি ও শ্লীলতাহানীর আলাদা দুই মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ দুটি মামলাই কামরাঙ্গীরচর থানায় করা। এছাড়া চকবাজার থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে, সকালে ঢাকার আদালতে তাকে হাজির করে দুই মামলায় দশ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগী ক্যাবল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে, আর তা না দিলে তাকে হত্যার উদ্দেশ্য তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের মারধর করে ও বাসায় ভাঙচুর চালায়। পরে ভুক্তভোগীরা বাদী হয়ে থানায় মামলা করেন। তবে, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। এছাড়া এদিন লালবাগ থানায় করা মামলা চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে।
কে