সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে ব্যবহৃত কীটনাশক আমদানির বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআরকে এবিষয়ে তদন্ত প্রতিবদেন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেইন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
একইসঙ্গে অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে কীটনাশক আমদানি বন্ধে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
অনিবন্ধিত কীটনাশক কৃষি জমি ও ফসলের জন্য ঝুঁকি বহন করে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সালেকজুজ্জামান সাগর।
তিনি বলেন, আগামি ৬০ দিনের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআর তদন্ত করে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করবে। নিবন্ধিত কয়েকটি প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি করার কথা থাকলেও অনেক অনিবন্ধিত প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করছে।
কে