সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
গত ২২ আগস্ট বিকেলে গুলশানের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ রাশেদ খান মেননকে আটক করে নিয়ে যায়। পরে রাতে নিউমার্কেট থানার ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ড শেষে আদালতে তোলার পর পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে আদাবর থানায় করা মামলায় মেননকে দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাশেদ খান মেনন প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি বরিশাল-২ আসন থেকে এমপি নির্বাচিত হন।
আরএ