সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিনাজপুরে নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করলে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার হাকিমপুর বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে জামায়াত-শিবির আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন করেছে। সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার মামলা রুজু করে। ওইসব মামলায় পুলিশ তদন্ত করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জেলা ও দায়রা আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আটক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর মঙ্গলবার দুপুরে আইনজীবীর মাধ্যমে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জামায়াতের রোকন মুশফিকুর রহমান, গোলাম মোস্তফা, মতিউর রহমান, নজিবর রহমান, মাওলানা মো. শফিকুল ইসলাম, আব্দুর রহিম, বোরহানুল ইসলাম ও হাফিজুল ইসলাম। জেলার হাকিম উপজেলার মোফাজ্জল হোসেন, আসলাম উদ্দিন, মোহাম্মদ আলী হোসেন, মিরাজ উদ্দিন ও আতোয়ার হোসেন। জেলার ঘোড়াঘাট উপজেলার মাহমুদুর রহমান, ইহসানুল হক, সিরাজুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল কাফি।
আটক আসামিদের মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পুলিশ পাহারায় জেলহাজতে নেওয়া হয়েছে।
কে