দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যড়যন্ত্রমূলকভাবে ড. ইউনূসের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। তাকে দেশ-বিদেশে হেয় প্রতিপন্ন করাই মামলাটির উদ্দেশ্য।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে দুদক কার্যালয় থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।
আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, উভয়ের পক্ষের সম্মতির ভিত্তিতেই চুক্তি সম্পন্ন হয়েছিল। এটি জাল নয়। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের সঙ্গে চুক্তির উপর ভিত্তি করেই ২৬ কোটি টাকা আইনজীবীর ফি দেওয়া হয়েছে। এই ডকুমেন্টের উপর ভিত্তি করে মামলা হতে পারে না।
আজকে দুদকে এসেছিলেন ড. ইউনূস। তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। ব্যাখা দিয়ে বলেছেন তারা শ্রমিকদের সঙ্গে চুক্তির বিষয়টি ভুল বুঝেছেন। মূলত তাকে হেয় করতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি টিকবে না।
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে সশরীরে দুদক কার্যালয়ে উপস্থিত হন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
এরপর তাকে ভেতরে প্রবেশের পর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত কর্মকর্তার রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, তার আইনজীবী ব্যরিস্টার আব্দুল্লাহ আল মামুন, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম।
দুদক সূত্রে জানা যায়, এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান গত ২৭ সেপ্টেম্বর এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে বক্তব্য প্রদানের জন্য ৫ অক্টোবর বেলা সাড়ে ১২টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকাজে সহযোগিতা করার আপনাকে অনুরোধ করা হলো।
আসামিদের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি ২২ লাখ টাকার বেশি ‘আত্মসাৎ ও পাচারের’ অভিযোগ গত ৩০ মে মামলা করে দুদক।
ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ড. ইউনূস দেশের বাইরে জাতিসংঘের মহাসচিবের সাথে ছিলেন। দুদকের নোটিশের বিষয়ে জানার পর গত ১ অক্টোবর দেশে ফিরে এসেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) দুদককে চিঠি দিয়ে উনি জানিয়ে দিয়েছেন তাদের কার্যালয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার কথা।
প্রসঙ্গ, ২০১০ সাল থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত গ্রামীণ টেলিকম কোম্পানির শ্রমিক কর্মচারীদের মধ্যে নিট মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ বণ্টনে অনিয়মের দায়ে ঢাকার শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার এখন চলমান।
আরএ