সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্বামী-সন্তান রেখে চাচাতো ভাইয়ের হাত ধরে পালিয়ে যাওয়ার অপরাধে সুমি খাতুন নামে এক নারীর এক বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক রুমানা আফরোজ এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, ৯ বছর আগে জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ কাস্টসাগরা গ্রামের সুমি খাতুনের সঙ্গে একই উপজেলার পারখিদ্দা গ্রামের আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। সংসার করা অবস্থায় সুমি খাতুন চাচাতো ভাই সজিবের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। পরে ২০২১ সালের ২৭ সেপ্টম্বর তার হাত ধরে পালিয়ে যান। ওই বছরের ২১ ডিসেম্বর সুমি ও তার পরকীয়া প্রেমিক সজিবের বিরুদ্ধে ৪৯৪ ধারায় মামলা করেন আব্দুর রাজ্জাক।
বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার সুমি খাতুনকে এক বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। সুমির প্রেমিক সজিবকে আদালত বেকসুর খালাস দেন।
জেবি