সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইনস্টাগ্রাম ছবি ও ভিডিও আদান-প্রদানের জন্য জনপ্রিয়তা পেলেও এতে অনেকে বার্তাও পাঠান। আর এসব বার্তা প্রাপক ছাড়া যেন অন্য কেউ দেখতে না পারেন, সে জন্য ভ্যানিশ মোড নামের একটি সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে। ভ্যানিশ মোডে বার্তা পাঠালে প্রাপক সেটি দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে সংরক্ষণ করা না থাকায় পরে অন্য কেউ বার্তাটি দেখতে পারেন না। তাহলে চলুন ইনস্টাগ্রামে ভ্যানিশ মোড–সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে।
২. তারপর ভ্যানিশ মোড–সুবিধা চালুর জন্য যে ব্যক্তিকে বার্তা পাঠাবেন তার চ্যাটবক্সে প্রবেশ করতে হবে।
৩. এবার চ্যাট বক্সের যেকোনো স্থানে আঙুল রেখে চেপে ধরে ওপরের দিকে সোয়াইপ করলেই, ‘সোয়াইপ আপ টু টার্ন অন ভ্যানিশ মোড’ লেখা দেখা যাবে এবং আলাদা একটি চ্যাটবক্স চালু হবে।
৪. তারপর সাধারণ নিয়মে বার্তা পাঠালেই সেটি প্রাপকের কাছে চলে যাবে এবং প্রাপক পড়ার পর বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
৫. ভ্যানিশ মোড বন্ধের জন্য প্রাপকের চ্যাটবক্সের যেকোনো স্থানে আঙুল রেখে চেপে ধরে ওপরে সোয়াইপ করতে হবে।
৬. এরপর ‘সোয়াইপ আপ টু টার্ন অফ ভ্যানিশ মোড’ লেখা দেখা গেলে স্বয়ংক্রিয়ভাবে ভ্যানিশ মোড বন্ধ হয়ে যাবে।
এস