দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুর্নীতির এক মামলায় তাকে এই সাজা দেওয়া হয়। খবর বিবিসি’র।
ইসলামাবাদের একটি আদালত ইমরানকে দোষী সাব্যস্ত করেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে উপহার সামগ্রী বিক্রি করে যে অর্থ তিনি পেয়েছিলেন, সেই টাকার বিষয়ে প্রকাশ্যে ঘোষণা না দেওয়ার মামলায় ইমরানের সাজা হলো।
তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান। আদালতের বিচারক ইমরান খানকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
এদিকে রয়টার্সকে ইমরানের আইনজীবী ইনতাজার হুসেইন বলেন, লাহোরের বাসা থেকে ইমরানকে কাস্টডিতে নেওয়া হয়েছে। তবে ইমরান খান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে তার টিম।
একইসঙ্গে আলোচিত এই দুর্নীতির মামলায় ইমরান খানকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৫ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না ইমরান।
এইউ