সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরের উচ্চতা তিন ফুট। কনে তার থেকে এক ফুট লম্বা, তার উচ্চতা চার ফুট। আর এই বামন দম্পতির বিয়ে নিয়ে ভারতের পূর্বের রাজ্য বিহার সরগরম।
বিহারের মাধউ গ্রামের ছেলে রোহিত। তিনফুটের পর আর উচ্চতা বাড়েনি। কিন্তু বয়স বেড়েছে। বাড়িতে কোনো কিছুর অভাব নেই। তার বাবা চাষী সতীন্দর সিংয়ের একটিই চিন্তা, সেটি হলো ছেলেকে বিয়ে দেওয়া। অনেক খুঁজেও তিন ফুটের ছেলের জন্য কোনো সুরাহা করতে পারলেন না। এমন সময় খবর পেলেন নেহার।
মধুবনী গ্রামের মেয়ে নেহা। যৌবনবতী, কিন্তু উচ্চতা মাত্র চার ফুট। নিজের তিন ফুট উচ্চতার ছেলের জন্য এর থেকে ভালো পাত্রী আর কে হতে পারে! প্রস্তাব গেল নেহার পরিবারে। তারা তো হাতে চাঁদ পেল। দুপক্ষের সম্মতিতে বিয়ে হতে দেরি হলো না আর।
ছাপড়ায় বসেছিল অভিনব এই বিয়ের আসর। আমন্ত্রিতদের জন্য ছিল ভূরিভোজের আয়োজন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জেডএ