সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আইফোন-১৪ কেনার জন্য ভারতীয় এক দম্পতি তাদের আট মাস বয়সী সন্তানকে বিক্রি করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগণা পানিহাটি গঙ্গানগর এলাকায়।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেই দম্পতির দীর্ঘদিনের শখ ছিল তারা একটি আইফোন কিনবেন। সেই আকাঙ্ক্ষা থেকেই তারা আইফোনের সর্বশেষ মডেলটি (আইফোন-১৪) কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু পর্যাপ্ত টাকা জোগাড় করতে না পারায় তাদের আট মাস বয়সী সন্তানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুসারে তারা ২ লাখ টাকায় শিশুটিকে বিক্রিও করে দেন।
পরে বিষয়টি সামনে আসে মূলত প্রতিবেশীদের সন্দেহ থেকে। তারা বেশ কয়েক সপ্তাহ ওই দম্পতির ঘরে তাদের আট মাস বয়সী সন্তানকে দেখতে না পেয়ে বিষয়টি পুলিশে জানান। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে একই জেলার প্রিয়াঙ্কা নামে এক নারীর কাছ থেকে।
ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, শিশুটির মা ও প্রিয়াঙ্কা ঘোষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিশুটির বাবা পালিয়ে গেছেন। তার সন্ধানে তল্লাশি চলছে। তিনি (বাবা) তার সাত বছর বয়সী কন্যাকেও বিক্রি করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টায় তিনি ব্যর্থ হন।
জেডএ