দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এসময় আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসে। সূত্র: এনডিটিভি
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের কাছে। মাটি থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।
ভূমিকম্পের মাত্রা মাত্র ৪ হলেও কম্পন অনেক বেশি ছিল বলে অনেকেই মন্তব্য করেছেন। একজন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংশয় প্রকাশ করে লেখেছেন, ‘এটি কি সত্যিই ৪ মাত্রার ভূমিকম্প ছিল?’ আরেকজন সেখানে প্রতিউত্তরে লিখেছেন, এটি নিশ্চিতভাবেই ৪ মাত্রার চেয়ে বেশি ছিল।’
অপর এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘আমি ভবনের ওপরের তলার দিকে ছিলাম বলে হয়তো কম্পন বেশি অনুভব করেছি। আক্ষরিক অর্থেই পুরো ভবন দুলছিল।’
ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছিল।
এদিকে দিল্লি ও আশপাশের ভূমিকম্প নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আফটারশকের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে হবে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।’
আরএ