দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট আবুধাবি র্যাফেল ড্র লটারিতে এক লাখ আমিরাতি দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাশী দাস। তপন দাস ছাড়াও আরও ভারতীয় তিন প্রবাসী আবু ধাবি বিগ টিকেট সিরিজের ২৭১তম ড্রয়ে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ ও ভারতের ভাগ্যবান চার বিজয়ী যৌথভাবে ৩ লাখ ৭০ হাজার আমিরাতি দিরহাম জিতেছেন।
বুধবার আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবির বিগ টিকিট র্যাফেল ড্রতে ৩ লাখ ৭০ হাজার দিরহামের পুরস্কার জিতেছেন বাংলাদেশি ও ভারতীয় চার প্রবাসী। এই পুরস্কারের অর্থ বাংলাদেশি এক কোটি ২২ লাখ ৩৮ হাজার টাকার বেশি।
মঙ্গলবার র্যাফেল ড্রর পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাশী দাস পুরস্কারের অর্থ হিসেবে এক লাখ আমিরাতি দিরহাম জিতেছেন। যা বাংলাদেশি ৩৩ লাখ টাকার বেশি। গত ছয় বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন ৩০ বছর বয়সী তপন দাস। দেশটিতে নরসুন্দরের কাজ করেন তিনি। এখন লটারিতে পাওয়া অর্থে নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তিনি।
তপন দাস বলেন, আমি পরিবারকে সহায়তা করার জন্য তাৎক্ষণিকভাবে টাকা পাঠিয়েছি। আমি শিগগিরই নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি। দীর্ঘদিনের স্বপ্নের এই র্যাফেল ড্র জয় আমার দরজা খুলে দিয়েছে।
এফএইচ/