সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চীনের কমিউনিস্ট সরকার সাম্প্রতিক বছরগুলোতে বুদ্ধিমত্তা বা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে এমন অন-অরবিট স্যাটেলাইটের সংখ্যা তিনগুণ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স জেনারেল স্টিফেন হোয়াইটিং ১৭ জুলাই অ্যাস্পেন ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কে এক বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) গোয়েন্দা নজরদারি ও লক্ষ্য অর্জনে কয়েকশ স্যাটেলাইট উৎক্ষেপণের তত্ত্বাবধান করেছে। গত ছয় বছরে কক্ষপথে তারা এমন স্যাটেলাইটের সংখ্যা তিনগুণ করেছে।
হোয়াইটিং বলেন, শত শত স্যাটেলাইট তৈরি করেছে, যার উদ্দেশ্য নজরদারি বা অনুসন্ধান করা, সমস্যা সমাধান করা, টার্গেট করা এবং ইন্দো-প্যাসিফিক জুড়ে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর ওপর নজর রাখা।
হংকং পোস্ট লিখেছে, চীন-সংযুক্ত সাইবার ক্যাম্পেইনগুলো নিয়ে আলোচনার মধ্যেই তাদের স্যাটেলাইটের বিস্তৃতির এমন কথা জানালেন মার্কিন এ সামরিক কর্মকর্তা।
দ্য ইপোচ টাইমসের এক প্রতিবেদন বলছে, এসব ক্যাম্পেইনের মাধ্যমে চীন পশ্চিমা সরকার এবং প্রতিরক্ষা সংস্থাগুলোকে ম্যালওয়্যার দিয়ে আক্রমণ করছে, যা মহাকাশ প্রযুক্তিসহ সমালোচনামূলক প্রযুক্তির ক্ষেত্রে আধিপত্য বিস্তারে সিসিপি বড় উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
সিসিপি সরকার তাদের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস প্রকাশিত ২০২২ সালের একটি শ্বেতপত্রে চীনকে বিশ্বের 'মহাকাশ শক্তির নেতা' হওয়ার উচ্চাকাঙ্ক্ষার কথা জানিয়েছে।