সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চীনে প্রখ্যাত উইঘুর কর্মী ও বুদ্ধিজীবী ইলহাম তোহতির অবৈধ কারাদণ্ড ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো।
এএনআই জানিয়েছে, তোহতি চীনের উইঘুর এবং হান জনগণের মধ্যে বোঝাপড়া এবং সংলাপের পক্ষে ছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে বলেছে, চীন ও উইঘুরদের মধ্যে সমস্যা সমাধানের সমস্ত প্রচেষ্টাকে 'বিচ্ছিন্নতাবাদ' অভিহিত করে তোহতিকে ২০১৪ সালে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, উইঘুর বুদ্ধিজীবী ইলহাম তোহতি তার শান্তিপূর্ণ আলোচনা ও পরামর্শের জন্য গত দশ বছর অন্যায়ভাবে কারাগারে কাটিয়েছেন। উইঘুর এবং হান চীনাদের মধ্যে বোঝাপড়া ও সংলাপের জন্য তার নিরলস আহ্বান ছিল। চীন সরকার 'বিচ্ছিন্নতাবাদের' ভিত্তিহীন অভিযোগ এনে তাদের প্রাণদণ্ডের মুখোমুখি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইলহাম তোহতিকে তার লেখালেখি ও শিক্ষা দেওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটি উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর নিয়মিত নিপীড়ন কৌশল চীনের। বিচারের নায্যতা ও স্বচ্ছতার অভাব থাকা সত্ত্বেও তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, যা তার অধিকারের স্পষ্ট লঙ্ঘন।
এছাড়া কারাবন্দীর সময়েও তার ওপর নির্যাতন চালানো হয়েছে। খাবার ও চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি।