সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ পেরু। শুক্রবার (২৮ জুন) দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকায় এই ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে পেরুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এ বিষয়ে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, দেশটির আটিকুইপা জেলা থেকে ৮.৮ কিলোমিটার (৫.৫ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনে। ভূমিকম্পের শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায়ও অনুভূত হয়েছে।
আতিকুইপার কিছু বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে, তারা খুব শক্তিশালী এবং দীর্ঘ ভূমিকম্প অনুভব করেছে যার ফলে তাদের বিছানা কাঁপছে।
নিকটবর্তী শহর কারাভেলির সিসিটিভি ফুটেজে একটি আবাসিক রাস্তা দেখা যাচ্ছে যখন কম্পন প্রবলভাবে কাঁপছে এবং লোকেরা তাদের ঘর থেকে বেরিয়ে আসছে।
রাজধানী পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে লিমায় ঘরের ভেতরে হারিকেন দুলছে।
দক্ষিণ আমেরিকার ৩ কোটি ৩০ লাখ মানুষের এ দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এছাড়া দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। যা আমেরিকার পশ্চিম উপকূল বরাবর তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
এমএ