সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা থেকে বের হতে দুজন খালিস্তান সমর্থকের আপিল খারিজ করে দিয়েছে কানাডার ফেডারেল আপিল আদালত। ২০১৮ সাল থেকে তাদের নাম কানাডার 'নো ফ্লাই লিস্টে' রয়েছে।
ওই দুজন হলেন, ভগত সিং ব্রার এবং পারভকার সিং দুলাই ওরফে প্যারি দুলাই।
গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে, ২০১৮ সালে ভ্যাঙ্কুভারে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তাদের 'নো ফ্লাই লিস্টে' রাখা হয়। সেসময় থেকেই তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করে আসছিলেন।
তাদের আপিল আবেদনের বিপরীতে আদালত বলেছে, নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে তাদের ওপর সন্দেহের যৌক্তিক কারণ রয়েছে যে, তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য ভ্রমণ করতে পারেন।
তবে ব্রার এবং দুলাইয়ের যুক্তি, 'নো ফ্লাই লিস্টে' তাদের রাখার মানে ভ্রমণ অধিকার লঙ্ঘন করা। আর আদালত বলছে, কানাডার আইন অনুযায়ী আদালত প্রক্রিয়ার গোপন অংশগুলো পদ্ধতিগতভাবে ন্যায্যই।
বিচারক ডেভিড স্ট্রেটাস জাতীয় নিরাপত্তা উদ্বেগ ও ব্যক্তি অধিকারের মধ্যে ভারসাম্যের গুরুত্ব তুলে ধরেন শুনানিতে।