সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কানাডার পার্লামেন্টে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২ তে বোমা হামলা প্রসঙ্গে কথা বলেছেন ভারতীয় বংশোদ্ভূত এমপি চন্দ্র আর্য; ওই ঘটনায় প্রাণ গিয়েছিল ৩২৯ জনের। মর্মান্তিক সেই ঘটনাটি বৃহস্পতিবার কানাডার পার্লামেন্টে তিনি উত্থাপন করেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
আর্য বলেন, যে মতাদর্শে ওই হামলা চালানো হয়েছিল, সেই মতাদর্শ কানাডার কিছু সংখ্যক মানুষের মধ্যে এখনও আছে।
এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইটকে 'কানিশকা ফ্লাইট'ও বলা হয়। ভারতের দাবি, ১৯৮৫ সালের ২৩ জুন ওই উড়োজাহাজে বোমা হামলা চালিয়েছিল খালিস্তানপন্থিরা। এ ঘটনার ৩৯ তম বার্ষিকীতে তাই স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান আর্য।
কানাডার পার্লামেন্টে খালিস্তানপন্থি শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদিপ সিং নিজ্জারের মৃত্যু স্মরণে দুই মিনিট নিরবতা পালনের পর কানিশকা ফ্লাইটে খালিস্তানপন্থিদের হামলার প্রসঙ্গে কথা বলেন তিনি। ওই হামলার বিস্তারিত তুলে ধরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যার সঙ্গেও খালিস্তানিদের যোগসাজশ নিয়ে কথা বলেন।
১৯৮৫ সালের ২৩ জুন মন্ট্রিল-নিউ দিল্লি পথে চলাচলকারী কানিশকা ফ্লাইটে হামলা চালানো হয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার ৪৫ মিনিট আগে বোমা চালালে ৩২৯ জনের প্রাণ যায়। শিখ জঙ্গিরা 'অপারেশন ব্লুস্টার' নামে ওই হামলা চালিয়েছিল বলে দাবি ভারতের।