সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নেতা নরেন্দ্র মোদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। রোববার (৯ জুন) সন্ধ্যা ৬টায় নরেন্দ্র মোদী তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে আয়োজিত বৈঠকে আনুষ্ঠানিক ভাবে এনডিএ-র পার্লামেন্টারী দলের নেতা নির্বাচিত হওয়ার পরে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী এবং সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎপর্ব সেরে রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে যান মোদি।
শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য জানান তিনি।
এসময় নরেন্দ্র মোদি বলেন, ‘‘আজ (শুক্রবার) সকালে এনডিএ শরিকরা আমাকে নেতা নির্বাচিত করেন এবং রাষ্ট্রপতিকে জানান। তিনি আমাকে ডেকে প্রধানমন্ত্রী মনোনিত করেছেন। আমি তাঁকে জানিয়েছি, ৯ তারিখ (রোববার) সন্ধ্যায় শপথগ্রহণ হলে ভাল হয়। তার মধ্যেই মন্ত্রীদের তালিকা আমি রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব।’
রাষ্ট্রপতির কার্যালয়ের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে যে, "ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৭৫(১) এর অধীনে তার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ @নরেন্দ্রমোদী (@narendramodi) কে ভারতের প্রধানমন্ত্রীর অফিসে নিযুক্ত করেছেন"।
এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই সরকার গঠনে এনডিএ শরিকদের উপরে ভরসা করতে হচ্ছে।
সূত্র: হিন্দুস্থানটাইমস।
এম