দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এবার ভারত মহাসাগরে জার্মান কোম্পানি পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমপিপি ব্যাসিলিস্ক’ নামের একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছে সোমালি জলদস্যুরা। তবে সেই চেষ্টা রুখে দিয়েছেন জাহাজটির ১৭ ক্রু।
এশিয়া শিপিং মিডিয়ার সংবাদমাধ্যম স্প্ল্যাশ২৪৭–এর প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী এমপিপি ব্যাসিলিস্ক গত বৃহস্পতিবার (২৩ মে) মোগাদিসুর প্রায় ৪০১ নটিক্যাল মাইল (৭৪২ কিমি) দক্ষিণ–পূর্বে সোমালি পাইরেট অ্যাকশন গ্রুপের (পিএজি) কবলে পড়ে। দুটি ছোট নৌকায় করে কয়েকজন দস্যু জাহাজে উঠে পড়েছিল।
মিনমেরিন এমপিপি শিপ ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ২০১৩ সালে নির্মিত জাহাজটি কেপ ভার্দের পোর্টো গ্র্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের দিকে যাচ্ছিল। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ক্রুদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।
জাহাজটি নিরাপদেই ওই এলাকা পার হতে পেরেছে। তবে জাহাজের মাস্টারের বাহুতে গুলি লেগেছে বলে জানা গেছে, যদিও জখম গুরুতর নয়।ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স (ইউন্যাভফোর) অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজগুলোর একটি এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এক্স হ্যান্ডলে নিশ্চিত করেছে, জাহাজে কোনো বহিরাগত নেই।
এর আগে, বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) তাদের টুইটার হ্যান্ডেলে এক সতর্কবার্তায় জানায়, সোমালিয়ার মার্কা এলাকা থেকে ৪২০ নাটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব অংশে দুটি ছোট জলযানে করে আসা বহিরাগত লোকজন একটি জাহাজে উঠে পড়েছে।
তবে কত জন ওই জাহাজে উঠেছিল তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। তারা বিষয়টি তদন্ত করছে জানিয়ে, ওই এলাকায় চলাচলকারী নৌযানকে সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দিয়েছে ইউকেএমটিও।
জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এমভি ব্যাসিলিস্ক ৩ মে পশ্চিম আফ্রিকার মিন্ডেলো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবল আলী বন্দরের দিকে যাত্রা করে। ২৯ মে জাহাজটির সেখানে পৌঁছানোর কথা ছিল।
প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের পথে কয়লা নিয়ে যাওয়ার সময় সোমালিয়া উপকূল থেকে প্রায় ৬০০ নাটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। প্রায় ৩৩ দিন পর জাহাজটি ২৩ নাবিকসহ মুক্তি পায়।
ডিপি/