সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চীন বৃহস্পতিবার (২৩ মে) ভোরে তাইওয়ানের চারপাশে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। চীন তাইওয়ান প্রণালি, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে এই মহড়া চালাচ্ছে। এ ছাড়া কিনমেন, মাৎসু, ভুকিউ এবং ডংগিন দ্বীপগুলোকে ঘিরেও মহড়া চালিয়ে যাচ্ছে চীনের গণমুক্তি ফৌজ তথা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ)। এই মহড়া শুক্রবার পর্যন্ত চলবে।
চীনের সামরিক মুখপাত্র কর্নেল লি শি চীনা মেসেজিং প্ল্যাটফর্ম উইবোতে বলেছেন, চীনা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং রকেটবাহিনীকে নিয়ে শুরু হওয়া দুদিনের এই যৌথ মহড়া ‘তাইওয়ানের স্বাধীনতাকামী বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের কঠোর শাস্তি ও বহিরাগত বাহিনীর হস্তক্ষেপ ও উসকানির বিরুদ্ধে কঠোর সতর্কতা।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, মহড়ায় যৌথ সমুদ্র-বায়ু যুদ্ধের প্রস্তুতি, নির্ভুল হামলা এবং প্রকৃত যুদ্ধের সক্ষমতা পরীক্ষা করার জন্য সমন্বিত অপারেশনের ওপর জোর দেওয়া হয়েছে।
অতীতে, বেইজিং লাইকে "বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী" বলে অভিহিত করেছে যারা এই অঞ্চলে "যুদ্ধ এবং পতন" নিয়ে আসবে।
এর আগে, তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম লাই দায়িত্ব নেয়ার পরপরই চীনে প্রতি তার দেশকে ধমকানো বন্ধ করার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে লাই চিং-তে বলেন, তাইওয়ান একমাত্র শান্তির পথ অনুসরণ করতে চায় এবং বেইজিংয়ের উচিত তাইওয়ানের জনগণের ইচ্ছাকে সম্মান করা। রাজধানী তাইপের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এ ভাষণ দেন উইলিয়াম লাই নামেও পরিচিত এই নেতা।
জানুয়ারি মাসে উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর থেকেই চীনা মহড়া ব্যাপক আকার ধারণ করেছে। তাইওয়ান ঘিরে চীনা সশস্ত্র বাহিনীর নৌযানগুলো নিয়মিত টহল দিচ্ছে এবং বিমানবাহিনীর যুদ্ধবিমানও একাধিকবার তাইওয়ানের আকাশসীমায় মহড়া দিয়েছে।
সূত্র: ডয়েচভেলে।
এম