দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চিন্তাভাবনা করতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় এমন মনোভাব ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। কংগ্রেসের এক শুনানিকালে তিনি জানিয়েছেন, তিনি তার দেশের আইনপ্রণেতাদের সঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ শুরু করেছেন।
আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে রিপাবলিকান আইনপ্রণেতাদের নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রতিনিধি পরিষদে এ বিষয়ে এ সপ্তাহেই ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে।
মার্কিন সিনেটে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে রিপাবলিকান সদস্য জেমস রিসচ'র বক্তব্যের জবাবে ব্লিঙ্কেন বলেন, ‘একটি উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমাদের উচিত দুদল মিলে কাজ করা। এবং আমি এটা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্লিঙ্কেন আরও বলেন, ‘কী করতে হবে এবং সঠিক কোন পদক্ষেপগুলো নিতে হবে সে বিষয়ে একমত হতে কোনো প্রশ্ন থাকতে পারে না। আমাদের অবশ্যই ভুল সিদ্ধান্তের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।’
গত সোমবার আইসিসির প্রধান কৌসুলি করিম খান এক ঘোষণায় জানান, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র আইসিসির সদস্যরাষ্ট্র নয় তবে এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির বিষয়ে সংস্থাটির উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছিল দেশটি।
সূত্র: বিবিসি।
এম