সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার দেশ ইসরায়েলের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে ট্রুডো বলেছেন, ইরানের হামলা মূলত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের শাসকদের অবহেলা। কানাডা দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিমান হামলার নিন্দা করে। আমরা ইসরায়েলের পাশে আছি। ৭ অক্টোবর হামাসের নৃশংস হামলাকে সমর্থন করার পর, ইরানি শাসকগোষ্ঠীর সর্বশেষ পদক্ষেপ এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করবে এবং স্থায়ী শান্তিকে আরও কঠিন করে তুলবে।
‘আমরা এই আক্রমণ থেকে নিজেকে এবং জনগণকে রক্ষা করার জন্য ইসরায়েলের অধিকারকে সমর্থন করি।’ যোগ করেন ট্রুডো।
ট্রুডো আরও বলেন, আমি জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত আপডেট পাচ্ছি এবং কানাডা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর কারণে ‘মিত্রদের সঙ্গে যোগাযোগ’ রাখছি। সূত্র: সিএনএন
কে